খেলাধূলা ডেস্ক
গোড়ালির চোটের কারণে দুই মাসেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি ফিরেছেন পিএসজি দলে। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
নেইমারকে রেখেই চলতি মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।
গত জানুয়ারির বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ২৯ মার্চ বলিভিয়ার মাঠে নিয়ম রক্ষার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহোস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।
Discussion about this post