খেলাধূলা ডেস্ক
প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একই সঙ্গে নিজেদের প্রথম বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।
হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রান তুলতে পারে পাকিস্তানী নারীরা। বোলারদের অসাধারণ নৈপূন্যে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ওপেনার সিদরা আমিন শতক হাঁকালেও হারের তিক্ত স্বাদ পায়। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।
এই জয়ের অনুভূতি কেমন? বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ম্যাচশেষে পুরস্কার প্রদান মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, কেমন আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বকাপে এটা আমাদের প্রথম জয় এবং আমার মনে হয় আমরা ইতিহাস রচনা করেছি আজ। আমরা এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্টে ধরে রাখতে চাই।
অতীতেও পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল। যে কারণে তাদের সম্পর্কে ধারণা অনেক। আর এ অভিজ্ঞতাই কাজে লাগানোর কথা জানালেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। সেই সাথে এ ঐতিহাসিক জয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান নিগার।
তিনি বলেন, পাকিস্তান দল সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে। কারণ আমরা একে-অপরের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। এমনকি তাদের বিপক্ষে শেষ ম্যাচটিতেও আমরা তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। মেয়েরা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় এখনই সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার।
Discussion about this post