খেলাধূলা ডেস্ক
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড়রা পারফর্ম করতে ব্যর্থ। ফলশ্রুতিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় রেড ডেভিলরা ১-০ গোলে হারল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় তাই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটল ডিয়েগো সিমিওনের দল।
চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার ইতিহাসের ম্যানইউর বেশ লম্বা। ২০১১ সালের পর থেকে তারা নকআউট পর্বে কেবল দুই ম্যাচ জিতেছে। আট বছর ধরে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা নকআউট পর্বে একটিও জয়ের দেখা পায়নি।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার লোদির একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে পা রাখল দিয়েগো সিমেওনের দল, বিদায় হয়ে গেলো রোনালদোদের। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে বল দখলে ম্যানইউই এগিয়ে ছিল। শতকরা ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও পায়নি গোলের দেখা। শট নেয়ার দিক থেকেও তারা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল। ১১ শটের ভেতর ৫টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে অ্যাটলেটিকো নিতে পেরেছিল ৮টি শট, লক্ষ্যে ছিল ৩টি।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগের ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করা রোনালদো মঙ্গলবা র রাতে নিজের ছায়া হয়েই ছিলেন। তার বিবর্ণ পারফরম্যান্সে ইউনাইটেডের স্বপ্নপূরণ হয়নি।
ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু প্রথম লেগে শেষ দিকে গোল করে দলকে বাঁচানো এন্থনি এলেঙ্গা ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে কাছ থেকে তার শট মাথা দিয়ে রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।
দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ইউনাইটেডকে বাঁচান ডেভিড দে গিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের জোরালো শট ঝাঁপিয়ে পরে এক হাতে বের করে দেন স্প্যানিশ গোলরক্ষক।
৩৪তম মিনিটে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের।
বিরতির ঠিক আগে ৪১তম মিনিটে অঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লোদি। চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের দেখা পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।
মাঠে রোনালদোর উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়েই ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, এলেঙ্গা ও ফের্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস রাশফোর্ড আর পল পগবা।
কিন্তু ভাগ্যবদল হয়নি। বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে হেরে বিদায়ই নিতে হয় তাদের।
চ্যাম্পিয়নস লিগে আরেক ম্যাচে আয়াক্সকে তাদের মাঠেই ১-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেনফিকা।
Discussion about this post