খেলাধূলা ডেস্ক
ভক্ত-সমর্থকদের অবিশ্বাস্য এক রাত উপহার দিলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মৌসুমের শুরুর দিকে তুলনামূলক ছোট দলগুলোর সঙ্গে খাবি খাওয়া থেকে ঘুরে দাঁড়িয়ে লিগের সবচেয়ে বড় দল রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।
মাত্র ১৩৪ দিন হয়েছে দায়িত্ব নিয়েছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। এর মধ্যেই যেন আমূল বদলে দিয়েছেন ক্লাবকে। রিয়ালের মাঠে গিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করেই জিতলো তার দল। জোড়া গোল করেছেন আউবেমেয়াং। একটি করে গোল ফেররান তোরেস ও রোনাল্ড আরাউজোর।
রোববার রাতে স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ এক ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রায় ৮ হাজার কোটি টাকায় নবরুপে সাজানো রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রীতিমতো গোল উৎসবই করেছে বার্সেলোনা।
স্কোরলাইন বলছে ৪-০ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি। কিন্তু মাঠের খেলায় মনে হচ্ছিল ৭-৮টি গোলও হয়তো হজম করতে পারে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তার পাশাপাশি বার্সার ফরোয়ার্ড লাইনের সুযোগ মিসের মহড়ায় গোল আর বাড়েনি।
পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। যেখানে গোলের জন্য অন্তত ১৮টি শট করে তারা। এর মধ্যে ৮টিই ছিল লক্ষ্য বরাবর। পুরো ম্যাচে আউবেমেয়াং একাই ৫টি শট লক্ষ্যে রাখেন। অথচ পুরো রিয়াল মিলে লক্ষ্য বরাবর রাখতে পারে মাত্র ৪টি শট।
চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। ফর্মে থাকা স্ট্রাইকারকে ছাড়া খেলতে নেমে চলতি মৌসুমে ঘরের মাঠে নিজেদের প্রথম হার দেখলো রিয়াল। এর আগে এস্পানিওল ও গেটাফের মাঠে হেরেছিল একটি করে ম্যাচ।
অন্যদিকে এ নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো জাভির বার্সেলোনা। এই ১২ ম্যাচে জয়টি নয়টিতে। যার মধ্যে ছয়টিতে প্রতিপক্ষের জালে ৪ গোল তথা হালিপূরণ করেছে কাতালান ক্লাবটি। তবু লা লিগার পয়েন্ট টেবিলে অবশ্য তিনেই রয়েছে তারা।
রোববারের ম্যাচে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত। এর আগে বেশ কিছু সম্ভাবনা জাগালেও জালের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ডানদিক থেকে ওসুমানে দেম্বেলের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড করে গোলের তালা ভাঙেন আউবেমেয়াং।
প্রথমার্ধে আরও একবার গোলের উল্লাসে মাতার সুযোগ পায় বার্সেলোনা। প্রথম গোলের মিনিট নয়েক পর দেম্বেলের আরেকটি নিখুঁত ক্রসে লাফিয়ে ওঠা হেদে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউজো।
ঘরের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় বদল আনেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু সেটি ঠিক বুখেই উঠতে পারেনি রিয়ালের খেলোয়াড়রা। যে কারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজ সুযোগ পেয়ে যায় বার্সা।
অবশ্য ম্যাচের ৪৬ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গোলরক্ষক কর্তোয়াকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি তোরেস। তবে পরের মিনিটেই হতাশা মেটান তিনি। আউবেমেয়াংয়ের ছোট পাস ধরে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এ স্প্যানিশ তরুণ।
মিনিট চারেক পর রিয়ালের জালি হালিপূরণ করেন আউবেমেয়াং। নিজেদের অর্ধ থেকে তোরেসকে বল এগিয়ে দেন জেরার্ড পিকে। সেই বল আউবেমেয়াংকে বাড়িয়ে দেন তোরেস। যা ধরে সহজেই গোল করেন এ গ্যাবনিজ ফরোয়ার্ড।
রিয়ালের খেলোয়াড়রা প্রথমে অফসাইড ভেবেছিলেন। যে কারণে সৃষ্টি হয় ঘোলাটে পরিস্থিতির। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। এ নিয়ে রিয়ালের বিপক্ষে সবমিলিয়ে মাত্র পাঁচ ম্যাচে ৭ গোল হয়ে গেলো আউবেমেয়াংয়ের।
শুধু তাই নয়, চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৪ ম্যাচে করেছিলেন ৫ গোল। পাশাপাশি লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের মাঠে একই ম্যাচে গোল ও এসিস্ট করলেন তিনি।
আউবেমেয়াংয়ের জাদুকরী পারফরম্যান্সে বড় জয়ের পর দুই নম্বরে থাকা সেভিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। এখন ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সেভিয়ার রয়েছে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট। রিয়াল ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। courtesy-
রিয়ালের খেলোয়াড়রা প্রথমে অফসাইড ভেবেছিলেন। যে কারণে সৃষ্টি হয় ঘোলাটে পরিস্থিতির। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। এ নিয়ে রিয়ালের বিপক্ষে সবমিলিয়ে মাত্র পাঁচ ম্যাচে ৭ গোল হয়ে গেলো আউবেমেয়াংয়ের।
শুধু তাই নয়, চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৪ ম্যাচে করেছিলেন ৫ গোল। পাশাপাশি লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের মাঠে একই ম্যাচে গোল ও এসিস্ট করলেন তিনি।
আউবেমেয়াংয়ের জাদুকরী পারফরম্যান্সে বড় জয়ের পর দুই নম্বরে থাকা সেভিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। এখন ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সেভিয়ার রয়েছে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট। রিয়াল ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।courtesy- jagonews
Discussion about this post