খেলাধূলা ডেস্ক
আগামী ২৪ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে গতকাল (মঙ্গলবার) প্রায় সোয়া ৪ ঘণ্টার ভ্রমণ শেষে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা।
অবশ্য এখনই মাঠের অনুশীলনে নামতে পারছে না হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আজ (বুধবার) রাতে অনুশীলন করার কথা আছে বাংলাদেশ দলের।
ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। যদিও কাজটি সহজ হবে না। কেননা মালের মাঠে স্বাগতিকদের বিপক্ষে রেকর্ড ভালো নয় লাল-সবুজ জার্সিধারীদের। তবে সবশেষ নভেম্বরে কলম্বোতে চারজাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল জামালরা। সেটিই হতে যাচ্ছে বড় অনুপ্রেরণা।
স্প্যানিশ কোচ কাবরেরার অধীনে এই প্রথম বাংলাদেশ খেলতে যাচ্ছে। তার প্রথম পরীক্ষায় জামালরা কেমন করে, সেটাও দেখার!
Discussion about this post