খেলাধূলা ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া সিরিজ জয়ের জন্য আর্থিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ৩ কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বুধবার) স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।
দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করা জালাল উইনুস বলেন, ‘ মাননীয় সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’
সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
চলমান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে এর আগে খেলা ৯ ওয়ানডের সবকয়টিতে হার ছিল বাংলাদেশের। দেশটিতে খেলা সবমিলিয়ে ১৪ ওয়ানডেতে জয় ছিল না টাইগারদের। এবার ওই খরা কাটে সেঞ্চুরিয়ানে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানে দাপুটে জয়। এরপর জোহানসবার্গে দ্বিতীয় ওয়ানডে হারলেও তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে ফিরে ইতিহাস লেখে বাংলাদেশ।
সিরিজ ১-১ এ সমতায় থাকায় দুই দলের তৃতীয় ম্যাচটি রূপ নেয় অঘোষিত ফাইনালে। শিরোপার লক্ষ্যে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ। পরে ৯ উইকেট আর ১৪১ বল হাতে রেখে জয় পায় টাইগাররা। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ দল।
Discussion about this post