খেলাধূলা ডেস্ক
জোহানেসবার্গে ওয়ান্ডারার্সের দ্বিতীয় ম্যাচে হারের পরদিনই খবরটি পেয়েছিলেন তাসকিন আহমেদ। আইপিএলের নতুন দল লখনৌ সুপার জায়ান্টস তাকে দলে নিতে চায়। ভাবার জন্য খুব বেশি সময় ছিল না তাসকিনের সামনে। তবু দেশের খেলার কথা চিন্তা করে আইপিএলের প্রস্তাবকে না করে দেন তিনি।
আর আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরের ম্যাচেই ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটা করলেন এ ডানহাতি পেসার। প্রোটিয়া ব্যাটিং লাইনআপে আগুন ধরিয়ে মাত্র ৩৫ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। যার সুবাদে ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতেছেন ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার।
এই জোড়া পুরস্কারকেই তাসকিনের আইপিএল হিসেবে মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। এ বিষয়ে একমত হয়েছেন তাসকিন নিজেও। দেশের হয়ে ম্যাচ জেতানোর আনন্দ, অনুপ্রেরণা আর কিছুতে হতে পারে না জানিয়ে তাসকিনকে বাহ্বা দেন টাইগার অধিনায়ক।
বুধবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যখন ও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেলো, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল (এটি তোমার আইপিএল)। এটি আইপিএলের চেয়ে বড়।’ সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’
তামিম আরও বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার কিছু আর হতে পারে না। আমি জানি, তাসকিন দারুণ একটা সুযোগ পেয়েছিল আইপিএল খেলার। ও তরুণ, আসলে কাজটা কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে। সে খুশি যে দেশের হয়ে খেলছে এবং ভালো করছে।’
courtesy- jago news
Discussion about this post