খেলাধূলা ডেস্ক
নিউজিল্যান্ড ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হলো অবশেষে। ব্ল্যাক ক্যাপসদের হয়ে আর মাঠে নামবেন না সদা হাস্যোজ্জল রস টেলর। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন কিউই মহারথী।
বিদায়বেলায় টেলরকে মাঠে দেয়া হল গার্ড অব অনার। বিদায়ের দিনে তাকে বড় জয়ও উপহার দিয়েছেন সতীর্থরা। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ১১৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
ঘরের মাঠে কিউইরা সিরিজ জিতে নিলো ৩-০ ব্যবধানে। শেষ ওয়ানডেতে ১৬ বলে ১৪ রান করে ফন বিকের বলে আউট হন ৩৮ বর্ষী টেলর।
ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে রঙিন পোশাকে মোট ৩৩৭ ম্যাচ খেলেছেন টেলর। ২০০৬ সালে ন্যাপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক। মিডল অর্ডার ব্যাটার পরে ২৩৫ ওয়ানডেতে ৪৭ গড়ে করেছেন ৮,৫৯৩ রান। খেলেছেন ২১টি শতক ও ৫১টি অর্ধশত রানের ইনিংস।
২০০৬ সালের শেষদিকে ছোট সংস্করণে টেলরের অভিষেক, শ্রীলঙ্কার বিপক্ষে। পরে দীর্ঘ ১৪ বছরে ১০২টি টি-টুয়েন্টি খেলেছেন। ২৬ গড়ে ১,৯০৯ রান করেছেন। সেঞ্চুরি নেই, ৭টি ফিফটি আছে।
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন জানুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১১২ ম্যাচ খেলে ৭,৬৮৩ রান করেছেন কিউই ব্যাটার। ৪৪ গড়ে খেলেছেন ১৯টি শতক ও ৩৫টি অর্ধশতকের ইনিংস।
টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ম্যাচে বল হাতেও দেখা গেছে টেলরকে। তাতে ৩ উইকেট আছে। ফিল্ডিংয়ে ছিলেন বেশ কার্যকর। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫০টি ক্যাচ নিয়েছেন তিনি।
Discussion about this post