খেলাধূলা ডেস্ক
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট পূরণ করেছেন তাইজুল ইসলাম। হার্মারকে আউট করে মাইলফলকটি স্পর্শ করেন বাঁহাতি এই স্পিনার। ৩৬ টেস্টে তার উইকেট এখন ১৫০। তবে সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে তাইজুল দেড়শ’ উইকেট পেয়েছেন। দেড়শ’ উইকেটে প্রাপ্তির দিনে তাইজুল পোর্ট এলিজাবেথে ৬ উইকেট নিয়ে ৬৫ বছরের আগের রেকর্ড ভেঙেছেন।
ডারবানে প্রথম টেস্টে একাদশে ছিলেন না তাইজুল। এর আগে ২০১৭ সালে ব্লুমফুন্টনে একমাত্র টেস্ট খেললেও ছিলেন উইকেট শূন্য। পোর্ট এলিজাবেথে প্রথম দিন ৩ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় দিন শনিবার নিলেন আরও তিন উইকেট। সব মিলিয়ে ১৩৫ রানের খরচে ৬ উইকেট পেয়েছেন তিনি। এ দিন হার্মারকে আউট করে দ্রুততম বোলার হিসেবে টেস্টে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। সাকিব এই মাইলফলক ছুঁতে খেলেছিলেন ৪৩ ম্যাচ। সাকিবের চেয়ে ৭ ম্যাচ কম খেলে তাইজুল এই রেকর্ড ছুঁয়ে ফেলছেন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় বাংলাদেশি বোলারদের মধ্যে তিন নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। তার উইকেট সংখ্যা ১২৬টি। ১০০ উইকেট নিয়ে চারে আছেন মোহাম্মদ রফিক।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটনে অভিষেক টেস্টেই ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল। ৬১ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১০ বার। অন্যদিকে ৩৬ ম্যাচে ১০ উইকেট আছে একবার।
দ্রুততম দেড়শ উইকেট প্রাপ্তির দিনে ইতিহাস ওলটপালট করেছেন তিনি। পোর্ট এলিজাবেথে অতিথি স্পিনার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাইজুল। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে অতিথি দলের কোনও স্পিনার এর আগে ৬ উইকেট পাননি। ইংল্যান্ডের ডমিনিক মার্ক বিস, অস্ট্রেলিয়ার রিচার্ড বেনাড ও নাথান লায়ন কেবল ৫ উইকেট পেয়েছিলেন। তাইজুল তাদের ছাড়িয়ে নতুন ইতিহাস লিখেছেন।
তাইজুল এই রেকর্ডের পাশাপাশি ভেঙেছেন ৬৫ বছরের পুরনো রেকর্ডও। ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক স্পিনার হুগ জোসেফ টাইফিল্ড ৭৮ রানে ৬ উইকেট নিয়েছেন। শনিবার তাইজুল পোর্ট এলিজাবেথে নিলেন ৬ উইকেট।
Discussion about this post