খেলাধূলা ডেস্ক
রাশিয়ার আগ্রাসনে স্থগিত হয়েছিল ইউক্রেনের বিশ্বকাপ বাছাই ম্যাচ। সেই ম্যাচটির সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১ জুন ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন।
এক বিবৃতিতে নতুন সূচির বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। গত ২৪ মার্চ হ্যাম্পডেন পার্কে হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ইউক্রেনে চলমান অবস্থার কারণে প্লে-অফ ম্যাচটি স্থগিত করেছিল উয়েফা ও ফিফা। এখন নতুন করে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটির সূচি প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে আছে। সেখানে ফুটবল ম্যাচ খেলার অবস্থা না থাকারই কথা। এ কারণে দেশটি ফিফার কাছে আবেদন করেছিল যেন ২৪ মার্চের ম্যাচটি স্থগিত করা হয়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তাদের ডাকে সাড়া দিয়ে স্থগিত করে ম্যাচটি। বিশ্বকাপ বাছাইয়ের সেই প্লে-অফ সেমিফাইনালটিই এখন মাঠে গড়াবে ১ জুন।
এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপের টিকিট পেতে লড়বে প্লে-অফ ফাইনালে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে ওয়েলস। ৫ জুন কার্ডিফের ম্যাচটির জয়ী দল চলে যাবে কাতার বিশ্বকাপে। এর আগে প্লে-অফের অন্য সেমিফাইনালে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে ওয়েলস।
ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বের এই একটি জায়গাই ফাঁকা আছে। তবে তার আগেই ফিফা কাতার বিশ্বকাপের ড্রয়ের পর্ব সেরে রেখেছে। ড্র ভাগ্য এই প্লে-অফ ফাইনাল জয়ীকে রেখেছে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে। যেখানে রয়েছে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্র।
Discussion about this post