খেলাধূলা ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অবিশ্বাস্য, অকল্পনীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলে ৩-৫ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৫ গোলের অগ্রগামিতায় রেকর্ড ১৭তম বারের মতো ফাইনালে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথম লেগে ৩-৪ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগেও ৭৩ মিনিটে গোল হজম করে বসে রিয়াল। সেখান থেকে ৯০ ও ৯১ মিনিটে গোল করে দুই লেগ মিলে সমতা আনেন রদ্রিগো। পরে অতিরিক্ত ৩০ মিনিটের অষ্টম মিনিটের মাথায় গোল করে রিয়ালের ফাইনালের টিকিট নিশ্চিত করেন করিম বেনজেমা।
নিজের সাবেক ক্লাবের বিপক্ষে পরপর দুই মিনিটে রদ্রিগোর দুই গোল দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না অ্যাগুয়েরো। পরে বেনজেমার গোলে মাটিতে মিশে যায় ম্যান সিটির ফাইনাল খেলার স্বপ্ন। এই ম্যাচ চলাকালীন মেসির সঙ্গে বার্তালাপ চলছিল অ্যাগুয়েরোর।
তিনিই জানিয়েছেন, রিয়ালের ৩-৫ ব্যবধান থেকে ৬-৫ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মেসি তাকে বার্তালাপে বলেছেন, ‘মজা করো না! এটি সত্যি হতে পারে না।’ শুধু মেসি নন, ম্যান সিটির সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজও বিস্ময় প্রকাশ করেন রিয়ালের এমন প্রত্যাবর্তন দেখে।
শেষ ষোলোতে প্যারিস সেইন্ট জার্মেই এবং কোয়ার্টারে চেলসির বিপক্ষেও প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রিয়াল। আরও একবার পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ার পর তেভেজ বলেছেন, ‘এটি অবিশ্বাস্য, এটি পাগুলে। আপনি এমনভাবে আরেকটি ম্যাচ জিততে পারবেন না!’
এই মৌসুমে তো শিষ্যদের নিয়ে অবিশ্বাস্য সব ম্যাচেরই জন্ম দিয়ে যাচ্ছেন একের পর এক। বার বার প্রত্যাবর্তনের গল্প লিখে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। যার ব্যাখ্যায় স্প্যানিশ জায়ান্টদের কোচ বলেছেন, ‘আমি বলবো না এভাবেই আমরা খেলতে অভ্যস্ত। কিন্তু আজ যা হলো সেটি চেলসি, পিএসজির বিপক্ষেও হয়েছিল। এখন যদি আপনারা বলেন কেন? তাহলে বলতে হবে এটা এই ক্লাবেরই ইতিহাস। যখন মনে হয় আমরা ছিটকে যাচ্ছি, তখন তা এভাবেই এগিয়ে যেতে প্রেরণা দেয়।’
সূত্রঃ গোলডটকম
Discussion about this post