খেলাধূলা ডেস্ক
ইতালিয়ান সিরি আ’র শিরোপার লড়াই এখনো শেষ হয়নি। সেখানে শিরোপার জন্য লড়াই করছে ইন্টার মিলান ও এসি মিলান। তবে সেই লড়াই শেষ হওয়ার আগেই একটি শিরোপা নিজেদের করে নিল ইন্টার। গতরাতে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে তারা।
ইন্টারের জয়ের নায়ক ক্রোয়েট তারকা ইভান প্যারিসিক। ম্যাচের ষষ্ঠ মিনিটে ইন্টারকে প্রথম এগিয়ে দিয়েছিলেন নিকোলো বারেল্লা। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। তবে বিরতির পর মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লিড নেয় জুভেন্টাস। ৫০তম মিনিটে সান্দ্রো ও ৫২ মিনিটে ভ্লাহোভিক গোল করেন।
ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি পায় ইন্টার। সেখান থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কানহানোগ্নু। ২-২ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও পেনাল্টি পায় ইন্টার মিলান। ৯৯তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ইভান প্যারিসিক।
১০২তম মিনিটে এই প্যারিসিকই নিজের দ্বিতীয় গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন। ফলে ১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুলল ইন্টার।
Discussion about this post