খেলাধূলা ডেস্ক
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম আর লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের খেলা শেষে ছড়ি ঘোরাচ্ছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের শ্রীলঙ্কার থেকে এখন ৭৯ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৭ উইকেট।
টেস্টের প্রথম ইনিংসের আগে ব্যাট করে ৩৯৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২১৮ রান। অপরাজিত আছেন দুই সেট ব্যাটসম্যান মুশফিক আর লিটন। যেখানে অভিজ্ঞ মুশফিক ৫৩ এবং উইকেটরক্ষক লিটন ৫৪ রান নিয়ে আগামীকাল বুধবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
স্বাগতিকদের হাসি চওড়া হওয়ার পেছনে বড় কৃতিত্ব তামিম ইকবালের। উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন পার করেছেন নির্বিঘ্নে। তৃতীয় দিন তো দশম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিন বছর পর। ঘরের মাঠে বিবেচনা করলে ৬ বছর পর এলো সেঞ্চুরিটি! দুর্দান্ত এই ইনিংসটিতে ভাগ্যের ছোঁয়া থাকলেও পুরোটা সময় তাকে ছড়ি ঘোরাতেই দেখা গেছে।
অবশ্য তীব্র গরমে এমন দাপুটে ইনিংস খেলতে তামিম ব্যয় করেছেন ৫ ঘণ্টা ৩০ মিনিট। এই দীর্ঘ সময়ে ১৩৩ রানের ইনিংস খেলার পর ক্লান্ত হয়ে পড়ারই কথা। দ্বিতীয় সেশনের শেষভাগে তাকে অস্বস্তি নিয়ে ব্যাট করতে দেখা গেছে। ক্র্যাম্প করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় শেষ সেশনে আর মাঠে নামেননি। তার আগে তিন উইকেট পড়ে যাওয়ার চাপ সামলান মুশফিকের যোগ্য সমর্থনে।
কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৭৬ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম আর জয়। প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন দুইজন। এই সেশনেও কোনো উইকেট হারায়নি অধিনায়ক মুমিনুল হকের দল। ১৫৭ রান দিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে খানিক চাপে পড়ে স্বাগতিক শিবির। একে একে ফিরে যান জয়, নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল। তবে ব্যক্তিগত শতক তুলে নেন তামিম।
৩ উইকেট হারিয়ে সংগ্রহ ২২০ রান নিয়ে চা বিরতিতে যায় টাইগাররা। সেঞ্চুরি ছাড়িয়ে ১৩৩ রানে অপরাজিত থাকেন তামিম। তবে বিরতি শেষে আর ব্যাট হাতে নামেননি তিনি। মাসল ক্র্যাম্পের কারণে তার পরিবর্তে ব্যাট করতে আসেন লিটন। সঙ্গে ১৪ রান নিয়ে ব্যাট করতে নামেন মুশফিকুর। শেষ সেশনে এই দুই ব্যাটসম্যানের মনোযোগ টলাতে পারেনি লঙ্কান বোলাররা। বেশ সাবলীল ব্যাটিংয়ে দুইজনই তুলে নেন অর্ধশতক।
এই সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। ৩ উইকেটে দলের সংগ্রহ ৩১৮ রান। মুশফিক ৫৩ আর লিটন ৫৪ রান নিয়ে বুধবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর তৃতীয় দিন শেষে:
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে: ১৫৩ ওভারে ৩৯৭ (ম্যাথুজ ১৯৯, চান্ডিমাল ৬৬, মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০, তাইজুল ১/১০৭)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭ ওভার শেষে ৩১৮/৩ (মাহমুদুল ৫৮, তামিম ১৩৩ (রিটায়ার্ড), মুশফিক ৫৩*, লিটন ৫৪*; রাজিথা ২/১৬, আসিথা ৫৫/১)।
Discussion about this post