খেলাধূলা ডেস্ক
আসন্ন কমনওয়েলথ গেমসে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ তার মেয়ে ফাতিমাকে সঙ্গে রাখতে পারবেন না বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত মেয়েকে সঙ্গে নিয়েই কমওয়েলথে যাচ্ছেন বিসমাহ।
এর আগে সমস্যা সমাধানে বিসমাহ ও তার বাচ্চাকে প্রয়োজনে গেমস ভিলেজের বাইরে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবুও কমনওয়েলথ কর্তৃপক্ষ রাজি না হলে গণমাধ্যমে প্রচুর সমালোচনার শিকার হতে হয় কমনওয়েলথ গেমসের আয়োজকদের।
অবশেষে সব বিচার বিবেচনা করে এমন সিদ্ধান্ত থেকে সরে আসলো আয়োজক কর্তৃপক্ষ। ফলে ‘সুপার মম’ বিসমাহ তার মেয়েকে নিয়েই থাকতে পারবে গেমস ভিলেজে।
আয়োজকদের এমন সিদ্ধান্তের জন্য তাদের ধন্যবাদ দিয়ে পাকিস্তান নারী দলের প্রধান তানিয়া মল্লিক এক বিবৃতিতে বলেন, ‘আমি কমনওয়েলথ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আমাদের অনুরোধ রক্ষা করার জন্য। তারা আমাদের অধিনায়ক বিসমাহ মারুফ ও তার পরিবারকে গেমস ভিলেজের মধ্যে থাকার সুযোগ করে দিয়েছে। ফলে নিজের কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি সন্তানের বিষয়ে দুঃশ্চিন্তায় থাকতে হবে না তাকে।’
এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আলোচিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ ও তার শিশু কন্যা ফাতিমা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফাতিমাকে নিয়ে মেতে ওঠেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এমন কী তার ছবি নজর কাড়ে সবার। বিশ্বকাপে ড্রেসিং রুমেও থাকার অনুমতি পান বিসমাহ’র মা ও তার মেয়ে।
আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন কমনওয়েলথ গেমস। যেখানে ২৯ জুলাই বার্বাডোজ, ৩১ জুলাই অস্ট্রেলিয়া এবং ৩ আগস্ট ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। এর আগে ইংল্যান্ডের উদ্দেশ্যে ১২ জুলাই উড়াল দিবে দলটি। কমনওয়েলথ গেমসের আগে সেখানে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বিসমাহর দল।
Discussion about this post