খেলাধূলা ডেস্ক
ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে সাধ্যমতো লড়াই করেছে বাংলাদেশ। পুরো ৯০ মিনিটই তাদের আটকে রাখতে পেরেছে। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে। জয়ের সমান এই ড্রতে উচ্ছ্বসিত বাংলাদেশ শিবির।
বৃহস্পতিবার রেফারির শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাস শুরু লাল-সবুজ দলে। আনিসুর রহমান জিকো-ইব্রাহিমরা যেন খুশিতে আত্মহারা। আর না হওয়ার কারণও নেই। প্রতিপক্ষ যে বেশ এগিয়ে থাকা দল।
ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যদের প্রশংসাই করলেন, ‘খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। আমাদের জন্য এটা অসাধারণ একটা ফল।’
বান্দুংয়ের মাঠে গ্যালারি ভর্তি দর্শক খেলা দেখেছে। প্রতিপক্ষকে ধন্যবাদ দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘ইন্দোনেশিয়ার সমর্থকদের ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে গ্যালারি ভর্তি দর্শকটা দেখতে পারা আনন্দের। ভালো খেলার জন্য ইন্দোনেশিয়াকে অভিনন্দন।’
বাংলাদেশ প্রতি আক্রমণ নির্ভর খেললেও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি। জামাল অবশ্য বলেছেন, ‘আমরাও ভালো সুযোগ পেয়েছিলাম, তারপরও বলবো সবকিছু মিলিয়ে আমাদের খেলাটা ভালো ছিল। অবশ্যই আমরা উন্নতি করছি।’
এশিয়ান কাপ বাছাই পর্বে যাওয়ার আগে ভালো প্রস্তুতি হয়েছে বলে জামালের অভিমত। আগামীকাল শুকবার বাংলাদেশ দলের মালয়েশিয়া রওনা হওয়ার কথা রয়েছে।
Discussion about this post