খেলাধূলা ডেস্ক
শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ওয়েলস। ইউক্রেনকে হারিয়ে ৬৪ বছর পর তারা জায়গা করে নিলো বিশ্বকাপে।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে দাপটের সাথে লড়াই করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না ইউক্রেনিয়ানদের। ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া গ্যারেথের বেলের ফ্রি-কিক ফেরাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ইউক্রেনের অধিনায়ক আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো।
মিনিট পাঁচেকের মধ্যে ইউক্রেন পেনাল্টি পেলেও পরে তা বাতিল হয় ভি এ আরে। বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ হারায় তারা। ওয়েলস গোলরক্ষক বেশ কয়েকটি সুযোগ ফিরিয়ে দিলে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ইউক্রেনকে। আর ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র আর ইরান।
Discussion about this post