খেলাধূলা ডেস্ক
আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান।
সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সোমবার আইসিসির ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের
সঙ্গে শ্রীলঙ্কার রয়েছেন দু’জন। তারা হলেন, অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ব্যাট হাতে নিজের কাজ ঠিকঠাকই করেন মুশফিক। ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে দলের প্রথম ইনিংসে ১০৫ রান করেন তিনি।
মিরপুর টেস্টে দল ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে উদ্ধার করেন তিনি।
সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক। এই পারফরম্যান্স তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিল মাস সেরার লড়াইয়ে।
মুশফিক এবারই প্রথম নয়। এর আগে গত বছর মে মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পান তিনি এবং ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি জেতেন।
Discussion about this post