খেলাধূলা ডেস্ক
আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। গত মার্চেই ২৯টি দেশ তাদের জায়গা নিশ্চিত করে ফেলে। বাকি থাকে তিনটি দেশ। এবার সেই জায়গাগুলোও পূর্ণ হয়ে গেলো। কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েলস, অস্ট্রেলিয়া ও কোস্টারিকা।
বিশ্বকাপের প্রথা একসময় ছিলো জুন-জুলাইয়ে কিন্তু এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে গত ৬(জুন) ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। ১৪ জুন পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে । গতকাল মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে কোস্টারিকা। বিশ্বকাপের গ্রুপ ঠিক হয়ে গেছে। গড়া হয়ে গেছে সূচিও।
একনজরে বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
দেখে নিন সময়সূচী-
Discussion about this post