খেলাধূলা ডেস্ক
লর্ডস এবং ট্রেন্টব্রিজ- দুই টেস্টে টানা দুই সেঞ্চুরি। এর ফলও হাতেনাতে পেয়ে গেলেন ইংলিশ ব্যাটার জো রুট। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেনকে নামিয়ে দিলেন দ্বিতীয় স্থানে।
জো রুট লর্ডসে খেলেছেন ম্যাচজয়ী অপরাজিত ১১৫ রানের ইনিংস। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে খেলেছেন অনবদ্য ১৭৬ রানের ইনিংস। লর্ডস টেস্টের ১১৫ রান দিয়েই চতুর্থ স্থান থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। এবার চলে এলেন শীর্ষে।
লর্ডস টেস্টের পর প্রকাশিত র্যাংকিংয়ে রুট ছিলেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেনের চেয়ে পিছিয়ে ছিলেন ১০ রেটিং পয়েন্ট। ট্রেন্টব্রিজ টেস্টে ১৭৬ রান করে রুটের রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯৭-এ। অর্থ্যাৎ ল্যাবুশেনের চেয়ে ৫ পয়েন্ট বেশি।
সম্প্রতি তিনি দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুর্দান্ত ফর্মে রয়েছে তা তার ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে।
তবে, মার্নাস ল্যাবুশেনের সামনে সুযোগ থাকছে জো রুটকে আবারও পেছনে ফেলে শীর্ষস্থান দখল করার জন্য। কারণ, এই মাসের শেষেই শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।
রুটের সামনেও সুযোগ আছে। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচটি এখনও বাকি রয়েছে। এরপর রয়েছে ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশরা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে ১৯০ এবং ৬৯ রানের দুটি ইনিংস খেলে একলাফে ৩৩ ধাপ এগিয়েছেন। এখন তিনি অবস্থান করছেন ১৭তম স্থানে।
ট্রেন্টব্রিজ টেস্টে ৫ উইকেট নিয়ে র্যাংকিংয়ে লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টও। চারধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৯ম স্থানে। কাইল জেমিসন এবং টিম সাউধি নেমে গেছে ৬ষ্ঠ এবং ১৩তম স্থানে।
ওয়ানডে র্যাংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের ইমাম-উল হক। ক্যারিয়ারের সেরা রেটিং ৮১৫ পয়েন্ট অর্জন করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনটি হাফ সেঞ্চুরিতে ১৯৯ রান করেন তিনি। যার সুবাধে জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একই সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে রয়েছেন।
Discussion about this post