খেলাধূলা ডেস্ক
বৃহস্পতিবার থেকে মালদ্বীপের ইউকুলহাস দ্বীপে শুরু হতে যাচ্ছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের একঝাঁক দাবাড়ু।
দেশের ১৪ দাবাড়ু অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ ক্যাটাগরিতে ওপেন ও বালিকা বিভাগে অংশ নিচ্ছে।
প্রতিযোগিতায় খেলবে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (ওপেন অনূর্ধ্ব-১৮), কাজী জারিন তাসনিম (বালিকা অনূর্ধ্ব-১৮), মোহাম্মদ সাকের উল্লাহ (ওপেন অনূর্ধ্ব-১৬), জান্নাতুল ফেরদৌসী (বালিকা অনূর্ধ্ব-১৬), মোঃ সাজিদুল হক ও সৈয়দ রিদওয়ান (ওপেন অনূর্ধ্ব-১৪), ইশরাত জাহান দিবা (বালিকা অনূর্ধ্ব-১৪), সাকলাইন মোস্তফা সাজিদ (ওপেন অনূর্ধ্ব-১২), আইয়ান রহমান (ওপেন অনূর্ধ্ব-১০), ওয়ারসিয়া খুশবু (বালিকা অনূর্ধ্ব-১০) এবং রাইয়ান রশিদ মুগ্ধ ও সাফায়েত কিবরিয়া (ওপেন অনূর্ধ্ব-৮)।
স্ট্যান্ডার্ড, র্যাপিড ও ব্লিডজ তিনটি পদ্ধতিতে এ চ্যাম্পিয়নশিপের খেলা হবে। বিজয়ীরা পাবে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক।
চ্যাম্পিয়নশিপ হতে ক্যাটাগরি অনুযায়ী সরাসরি আন্তর্জাতিক মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার, মহিলা ফিদে মাস্টার, ক্যান্ডিডেট মাস্টার ও মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব অর্জনের সম্ভাবনা রয়েছে।
Discussion about this post