খেলাধূলা ডেস্ক
এন্টিগা টেস্টের ক্ষত না শুকাতেই আজ থেকে সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে আবার ক্যারিবীয়দের মুখোমুখি হচ্ছে টাইগাররা। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে। সেন্ট লুসিয়ায় এর আগে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতে হার আর অন্যটি ড্র। যদিও অনেকেই ড্র ম্যাচটি থেকে প্রেরণা খোঁজার কথা বলেছেন। কারণ সে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলট।
এদিকে প্রথম টেস্টের আগেই ইনজুরির কারণে বিদায় নিতে হয়েছিল ইয়াসির আলি রাব্বিকে। মোমিনুল, জয়, শান্তরাও পারেননি রানে ফিরতে। বল হাতে পেসাররা ভাল করলেও মোস্তাফিজ, খালেদ, এবাদতরা পারেননি প্রত্যাশা পূরণ করতে। ফলে ব্যাটিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে ব্যাটার এনামুল হক বিজয়কে। আর বোলিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে পেসার শরীফুলকে। তাই আন্দাজ করা যাচ্ছে আজ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।
ভুলে যেতে চায়বে এন্টিগার সে স্মৃতি। তবে সেটা যে কঠিন তাও বেশ ভালই জানা সাকিবের। কারণ সেন্ট লুসিয়া টেস্টের জন্যও হুমকি দিয়ে রেখেছে স্বাগতিক পেসাররা। এই ম্যাচেও যে রোচ, জোসেফরা আগুন ঝরাবেন সেটা নিশ্চিত।
দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায় দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটাকে কাজে লাগিয়ে কতটা ছন্দে ফিরতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
Discussion about this post