খেলাধূলা ডেস্ক
আগামী জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান।
রিয়াদ ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। তরুণ ক্রিকেটারদের আসন্ন সিরিজটিতে সুযোগ দিতে চায় বিসিবি।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এখন অবধি ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন রিয়াদ।
বাংলাদেশ সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে। এই সময়ে ব্যাট হাতে তার ৩০ পেরোনো ইনিংস কেবল একটি, দুইবার পেরোতে পেরেছেন ২০ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচে করতে পেরেছেন ৪১ রানের বেশি।
Discussion about this post