মো. সাইদুল ইসলাম চৌধুরী
ভারতে অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন অনুষদের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ৩৪তম ব্যাচের কৃতি শিক্ষার্থী আজওয়াদ মালিক। সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আজওয়াদ মালিক।
তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রকৌশলী অধ্যাপক মো. মোজাম্মেল হক,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, সকল বিভাগের শিক্ষকসহ কর্মকতার্রা।
Discussion about this post