খেলাধূলা ডেস্ক
এশিয়া কাপকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশীয় শ্রেষ্ঠাত্বের আসর। মূল লড়াইয়ে অংশ নিতে যাওয়ার সময় দেশবাসীকে সমর্থন দেওয়ার আহ্বান জানালেন স্পিনার নাসুম আহমেদ। সেই সঙ্গে দলের জন্য ভালো কিছু করার আশ্বাস দিয়ে গেলেন এই স্পিনার।
গতকাল বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসান ও কোচিং স্টাফসহ সবাই আজ গেলেও যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে দেরি হওয়ায় তারা আজ দলের সঙ্গে যেতে পারছেন না। আগামীকাল বুধবার তাদের যাওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে নাসুম বলেছেন,‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই আমরা যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, আমাদের সমর্থন দেবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’
বাঁহাতি এই স্পিনার আরও বলেছেন, ‘আসলে সুযোগ পেলে সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার, দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এশিয়া কাপ, সব দেশই আমাদের এশিয়ারই, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালো করা যায়।’
২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।
Discussion about this post