খেলাধূলা ডেস্ক
আবারও আধিপত্য দেখালো বাংলাদেশ। মিরাজুল ইসলামের হ্যাট্রটিকে এবার ধসিয়ে দিয়েছে মালদ্বীপকে। আজ (বুধবার) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে লাল-সবুজ দল ৫-০ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা পল স্মলির দল। আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার পর আজও একচেটিয়া প্রাধান্য দেখিয়েছে মুর্শেদ-মিরাজুলরা। মালদ্বীপ মাঝেমধ্যে আক্রমণে উঠলেও বাংলাদেশের গোলকিপারের বড় পরীক্ষা নিতে পারেনি।
কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক মাঠে শুরু থেকে বাংলাদেশের আধিপত্য চলতে থাকে। ম্যাচ শুরুর ৫ মিনিটের সময় বাংলাদেশের হাসি। মিরাজুলের কাটব্যাক থেকে নাজমুল হুদা ফয়সাল ৬ গজের মধ্যে থেকে প্লেসিং করে দলকে এগিয়ে নেন।
একটু পর মুর্শেদ আলী গোলকিপার আব্দুল্লাহ রাজিফকে একা পেয়েও শট নিতে পারেননি। এর আগেই বল নিজের আয়ত্তে নিয়ে নেন আব্দুল্লাহ।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মু্র্শেদ বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধের শেষ দিকে বল জালে জড়ালে অফসাইডের কারণে তৃতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
২ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে। ফলশ্রুতিতে বিরতির পর আরও তিনটি গোল এসেছে। নাজমুল প্রথম গোলের পাশাপাশি অন্য দুটি গোলেও দারুণ সহায়তা করেছেন। মিরাজুল এই অর্ধে দেখেন হ্যাটট্রিক।
৭৫ মিনিটে নাজমুল হুদার পাসে মিরাজুল গোলকিপারের ওপর দিয়ে জালে জড়িয়ে দেন। তিন মিনিট পর মিরাজুল আবারও লক্ষ্যভেদ করেন। নাজমুলের পাসে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল কাঁপান তিনি। যোগ করা সময়ে মিরাজুল বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে জালে জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
Discussion about this post