খেলাধূলা ডেস্ক
এই দেশেই তার শেকড়। নানান সময়ে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার কথা বলে থাকেন হামজা চৌধুরী। এবার তাকে শেকড়ে ফেরার উপলক্ষ করে দিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজ দলের হয়ে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
হামজা লেস্টার সিটিতে খেলছেন ২০১৫ সাল থেকে। তবে বর্তমানে ধারে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের পরের স্তর অর্থাৎ চ্যাম্পিয়নশিপ লিগের ওয়াটফোর্ড ক্লাবে। বাফুফে থেকে দিন কয়েক আগে হামজাকে চেয়ে লেস্টার সিটি ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ধারে খেলা বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কাছে চিঠির অনুলিপি পৌঁছে গেছে।
২৫ বছর বয়সী মিডফিল্ডার ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। হামজাকে চেয়ে চিঠির প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। তার ক্লাব পত্রপ্রাপ্তি স্বীকারও করেছে। আমরা তো তাকে সরাসরি চিঠি লিখতে পারি না। আমাদের ক্লাবের মাধ্যমে যোগাযোগ করতে হয়। যোগাযোগ প্রক্রিয়া যদি একটু দেরিও হয় আমরা ঠিকমতো সবকিছু করতে চাইছি।’
Discussion about this post