খেলাধূলা ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল কাপ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ছয় জাতির অনশগ্রহনে আমন্ত্রণমূলক দাবা ইভেন্টটিতে বাংলাদেশ ছাড়াও ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা অংশগ্রহণ করবে।
চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সকল দল অংশগ্রহণ করবে। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানীয় তিনটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। সুপার লিগও রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলা অনুষ্ঠিত হবে। ইভেন্টে মোট দশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল চার হাজার মার্কিন ডলার, রানার্স-আপ দল তিন হাজার মার্কিন ডলার, তৃতীয় স্থান প্রাপ্ত দল দুই হাজার মার্কিন ডলার ও চতুর্থ স্থান প্রাপ্ত দল এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবে।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, দুই কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি এবং প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।
Discussion about this post