খেলাধূলা ডেস্ক
নেদারল্যান্ডসকে গ্রুপে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়েনি বাংলাদেশ। ম্যাচের আগের দিন টি-২০ অধিনায়ক সাকিব একটু বিরক্ত হয়েই বললেন, এই ‘স্বস্তি’ শব্দটা মিডিয়ার সৃষ্টি। তবে জয়ের পরে স্বস্তি ফিরেছে বাংলাদেশের টাইগারদের মাঝে।
ম্যাচ শেষে সাকিব এবং তাসকিন বলেছেন, এই জয়টা তাদের খুবই দরকার ছিল। সংবাদ সম্মেলনে পেসার তাসকিন জানিয়েছেন, মানসিক একটা চাপ তাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। ম্যাচটা জিততে পেরে শান্তি লাগছে।
চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া পেসার বলেন, ‘জিততে পেরেছি এটাই অনেক শান্তির বিষয়। অনেকদিন ধরে জিততেই পারছিলাম না। মানসিক স্ট্রেস তো ছিল। সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি এটাই লক্ষ্য।’
তাসকিনের মতে, ডাচদের ছোট বলার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে গেছে। এখানে যা কিছু হতে পারে। তবে দলের সকলে ভালো কাজ করেছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেন তাসকিন। জানান যে, তারা সব ম্যাচ জিতলেও বলবেন দল উন্নতির খোঁজে আছে।
নিজের বোলিং নিয়ে ডানহাতি পেসার বলেন, ‘হয়তো ১০-১৫ রান কম ছিল। বেসিক ঠিক রেখে, নতুন বলে কিছুটা সুইং আদায় করতে চেয়েছিলাম। হ্যাটট্রিক, পাঁচ উইকেট এসব মাথায় নিয়ে বোলিং করিনি। লেন্থ বল করার চেষ্টা করেছি। আমি ও হাসান ইয়র্কার দেওয়ার চেষ্টাও করেছি। কিন্তু কাজে দেয়নি।’
Discussion about this post