খেলাধূলা ডেস্ক
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ- দুটিরই শিরোপা জিতেছেন করিম বেনজেমা। স্বীকৃতি হিসেবে প্রথমবার পেয়েছেন ব্যালন ডি অর। চলতি মৌসুমেও ছিলেন দুর্দান্ত ফর্মে। স্বপ্নের রঙিন ভুবনেই ছুটতে ছুটতে এসেছিলেন কাতার বিশ্বকাপে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন করিম বেনজেমা। পায়ের পেশীর চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে বেনজেমাকে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন ও কোচ দিদিয়ের দেশম।
দিদিয়ের দেশম বলেন, বেনজেমার জন্য আমার খুব খারাপ লাগছে। নতুন এই ধাক্কার পরও স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
জানা গেছে, শনিবার কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। এ সময় বাম পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। এমআরআই করার পর জানা গেল—চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে ফ্রান্স শিবিরে ইনজুরির তালিকা আরও দীর্ঘ হলো। এর আগে বড় ধরনের চোটের কবলে পড়ে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বের বিশ্বকাপ শেষ হয়।
Discussion about this post