খেলাধূলা ডেস্ক
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর আশাটা বাঁচিয়ে রাখতে স্পেনের বিপক্ষে জয়টা জরুরি ছিল জার্মানির। অন্যদিকে জার্মানদের হারাতে পারলে আগেভাগেই নক আউট নিশ্চিত হতো স্পেনের। এমন ম্যাচেই রোববার কেউই কাউকে হারাতে পারল না। তবে ড্র হলেও ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে দুদল। তবে সবচেয়ে বেশি নজর যিনি কেড়েছেন তিনি আলভারো মোরাতা।
আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের লড়াইটা জমেছিল বেশ। তবে সে অর্ধে গোল আদায় করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধরন বদলায় স্পেন। আক্রমণে ধার বাড়াতে ৫৪তম মিনিটে ফেররান তরেসকে বসিয়ে অভিজ্ঞ মোরাতাকে নামান স্পেন কোচ। আর তাতেই আসে সাফল্য।
তিন দিন আগে গোল উৎসবের ম্যাচে কোস্টা রিকার জালে শেষ গোলটি করা মোরাতা এবার মাঠে নামার আট মিনিটের মাথায় এগিয়ে নেন দলকে। বাঁ দিক থেকে জর্দি আলবার পাস বক্সে পেয়ে দুর্দান্ত এক ফ্লিকে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। মোরাতার এই গোলেও জয় পায়নি স্পেন। তবে এ গোলের কারণেই কোনো পয়েন্ট হারাতে হয়নি ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।
Discussion about this post