খেলাধূলা ডেস্ক
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচের সেরা খেলোয়াড় ডামফ্রিস ! এক গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটো গোল। তিনি ছাড়া আর কে-ই বা ম্যান অফ দ্য ম্যাচ হবেন? ড্যানজেল ডামফ্রিস যোগ্য হিসেবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কারটা।
নেদারল্যান্ডস চলতি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচটা কোচ লুই ফন হালের দল জেতে ৩-১ ব্যবধানে। গোল তিনটে করেছেন মেম্ফিস ডিপাই, ড্যালি ব্লিন্ড ও ড্যানজেল ডাম্ফ্রিস।
নেদারল্যান্ডস গত রাতে শুরুর গোলটা পেয়েছে মেম্ফিসের পা থেকে, তবে গোলের কারিগর ছিলেন ডাম্ফ্রিসই। ডান প্রান্ত থেকে তার করা নিচু ক্রসে পা ছুঁইয়েই ডাচদের এগিয়ে দেন মেম্ফিস। এরপর ব্লিন্ডের গোলটার রূপকারও ছিলেন তিনিই।
দুই গোলের অগ্রগামিতা শেষ দিকে খুইয়ে বসেছিল ডাচরা। এরপর ডাম্ফ্রিস নিজেই করেছেন শেষ গোলটা। তাতে ভর করেই ৩-১ গোলের জয় নিয়ে শেষ চারে চলে যায় নেদারল্যান্ডস।
ইন্টার মিলানে খেলা এই রাইট উইংব্যাকই শেষমেশ জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ৯০ মিনিট অক্লান্তভাবে ওঠেন নামেন, গোল করেন-করান। যার সুবাদেই গতকালকের ম্যাচে জিতেছেন সেরার পুরস্কার।
শেষ আটে এবার তার দল নেদারল্যান্ডসের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এমন একজন যে শেষ আটে আর্জেন্টিনার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে নেদারল্যান্ডসের এখনো আসরের কোনো ম্যাচেই হারেনি। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয় ৩-১ গোলে। গ্রুপ পর্বে সেনেগাল ও কাতারের বিপক্ষে জয় পেলেও ড্র করে ইকুয়েডরের বিপক্ষে।
তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডাচদের সামলানো কঠিন হবে বলে মনে করছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আমাদের থেকে বল বের করে নিতে চাইবে। এই পর্যায়ে এসে বিশ্বকাপ আরও কঠিন উঠছে। ’
নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল জিতেছিল আর্জেন্টিনা। সেবার ডাচদের ডাগআউটে ছিলেন লুইস ফন হাল। এবারও আছেন তিনি। স্কালোনি বলেন, ‘ফন হালের মতো কোচের মুখোমুখি হওয়াটা গর্বের। ’
Discussion about this post