খেলাধূলা ডেস্ক
দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারিয়ে দারুণ প্রতিশোধ নিলো টাইগাররা। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয়ের পর মিরপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে সাকিবের দল জিতলো ৪ উইকেটে। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়।
চট্টগ্রামের মতো মিরপুরেও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সাকিব।ব্যাটার শামিম হোসেনের জায়গায় একাদশে নেয়া স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজই ব্যাটে-বলে পার্থক্য গড়ে দিয়েছেন। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে ইংল্যান্ডকে ১১৭ রানে থামিয়ে দিয়েছে।
ইনিংসের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। পঞ্চম বলে ম্যাচের প্রথম বাউন্ডারি মারেন ডেভিড মালান। নিজের পরের ওভারে বাংলাদেশি পেসার তাকে নিজের শিকার বানালেন। ১৬ রানে তাসকিন ভাঙলেন উদ্বোধনী জুটি। ৫ রানে হাসান মাহমুদের ক্যাচ হন মালান।
সাকিব আল হাসান ও হাসান মাহমুদের মতো প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনার নবম ওভারের শেষ বলে মঈন আলীকে থামান।
নিজের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ তার দ্বিতীয় উইকেট তুলে নিলেন। তার দ্বিতীয় বলে স্যাম কারান ১২ রানে স্টাম্পিং হন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেন তিনি। বল লিটন দাসের হাতে গেলে দ্রুত স্টাম্প ভাঙেন। দুই বল পর একইভাবে ক্রিস ওকসও ফিরে যান, রানের খাতা না খুলেই।
মিরাজ তার চার ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নেন। শেষ ওভারে তিন উইকেট যায় ইংল্যান্ডের। মোস্তাফিজুর রহমান ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বেন ডাকেটকে (২৮) আউট করেন। একই ওভারের পঞ্চম বলে রেহান আহমেদ রান আউট হন। বলটি ছিল ওয়াইড। শেষ বলে রান আউট হন জোফরা আর্চার।
অন্যদিকে জবাব দিতে নেমে দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ৯ করে রান যোগ করে ফিরে যান। এরপর নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় ভরসা দেওয়া শুরু করেন। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হওয়া হৃদয় ১৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। পাঁচে মেহেদি মিরাজ নেমে ম্যাচ সহজ করে দেন। তিনি দুই ছক্কায় ২০ রান করে ক্যাচ দিয়ে আউট হন।
মিরাজ ফেরার পর সাকিব ক্রিজে এসে শূন্য করে ফিরে গেলে ম্যাচ কঠিন হয়ে পড়ে ! এর পরেই ২ রান যোগ করে আউট হন স্লগার খ্যাত আফিফ হোসেন। কিছুটা শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ দলকে তিনে নামা অদম্য নাজমুল শান্ত ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে জিতিয়ে ফেরেন। জয়ের বড় কৃতিত্ব অবশ্য ব্যাটিং করতে শেখা তাসকিনেও। তিনি পরপর দুই চার মেরে সাত বল থাকতে দেশকে সিরিজ জেতান।
দ্বিতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর- ইংল্যান্ড: ২০ ওভারে ১১৭/১০
বাংলাদেশ- ১৮.৫ ওভারে ১২০/৬ (লক্ষ্য ১১৮); নাজমুল শান্ত (৪৬*), তাসকিন আহমেদ (৮*)।
Discussion about this post