খেলাধূলা ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অকল্পনীয় এই জয়ে বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। মঙ্গলবার ইংলিশদের হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ডাবল বোনাস ঘোষণা করেছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৫৮ রানেরর পুঁজি গড়ে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে থেমে যায় ইংল্যান্ডের রানের চাকা! ফলে ১৬ রানের দারুণ জয় পায় স্বাগতিক বাংলাদেশ।
শুধু জয়ের বোনাসই নয়, ক্রিকেটাররা পারফরম্যান্স বোনাসও পাবেন। তবে সেটির পরিমাণ জানাননি বোর্ড সভাপতি, ‘বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর সঙ্গে হোয়াইটওয়াশের জন্য আলাদা বোনাস পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’
Discussion about this post