খেলাধূলা ডেস্ক
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। গতকাল তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে পরাজিত করেন। তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ গ্র্যান্ড মাস্টার নবেন্দ্রর কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৪ চালের মধ্যে জয়ী হন।
আবার বিকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস মিশ্রাকে পরাজিত করেন।
চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৬ চালে জয়ী হন।
Discussion about this post