খেলাধূলা ডেস্ক
শেভি পিটারর্সের গল্পটা হলো ঘুরে দাঁড়ানোর। কারণ কিছু গল্প সাহস যুগিয়ে লড়াই করতে শেখায় মানুষকে। বিদ্রূপের হাসি আর বিদ্বেষের আতস বাজি বিদ্ধ করেছে বার বার। তবুও জীবনের কুয়াশার জাল ছিঁড়ে মুক্তির হাসি হেসেছেন তিনি।
অন্ধকারময় পথগুলো মাড়িয়ে এসেছেন আলোতে। আলোকিত করেছেন চারপাশও। শেভি পিটার্স একজন বিপ্লবী বীরের চেয়ে কোনো অংশে কম নন।
কারণ তিনি যে বেঁচে আছেন সেটাই একটা বিস্ময়। দুই স্ট্রোক, আটত্রিশটা অপারেশন। মৃত্যুর চোখে চোখ রেখে প্রতিটা পলে পলে যুদ্ধ করছেন। জীবনের মানে যার কাছে মৃত্যুর সাথে লড়াই করা।
তার ভাষায়, “দুই বছর বয়সে লিভার ট্রান্সপ্ল্যান্ট। সাত বছর বয়সে স্ট্রোক। দু’বছর পর আবারো স্ট্রোক। সার্জারির পর সার্জারি করাতে হয়েছে আমাকে। দিনের পর দিন হাসপাতালে থাকতে হয়েছে।তবে কখনও হাল ছাড়িনি। ডেডিকেশন থাকলে আপনাকে কোনো কিছু আটকে রাখতে পারবে না। আমাকেও তাই পারেনি”।
২২ বছর বয়সে মৃত্যু আবারো কড়া নাড়ে। এবার হলো কিডনি ফেইল। দুইটা বিকল্প পথ ছিল। এক ডায়ালাইসিস দুই কিডনি প্রতিস্থাপন। শেভির প্রিয় ভাই ম্যাকডোনাল্ড তাকে নতুন জীবন দিলেন।
লোকজন ভাবেনি সে বেঁচে থাকবে। সে প্রমাণ করেছে সে একজন যোদ্ধা। শেভি পিটার্সের জীবনে পরশ পাথর হয়ে এলেন কোচ জন লেয়ার। প্রথম দিন শেভির সাথে তিন ঘণ্টা কথা বলেন জন।
বুঝতে পারলেন মৃত্যু তার এক নম্বর শত্রু। এক সপ্তাহ পর জন লেয়ারের পাঠশালায় শেভি। ৯৫ পাউন্ডের সেদিন ৯০ পাউন্ড ওজন তুলেছিলেন। সেদিনের পর কখনও থেমে থাকেননি তিনি।
টানা এগারো মাসের অনুশীলন। সপ্তাহে ছয় দিন। দুই বেলা। সব আয়োজন ছিল ২০১৫ সালের স্পেশাল অলিম্পিকসের জন্য। তিনটা গোল্ড মেডেল জিতেছিলেন শেভি পিটার্স।
তিনটা ডিসিপ্লিনে মোট ৭৩৩ পাউন্ড ওজন তুলেছিলেন। নিজেকে প্রমাণ করেছেন মৃত্যুঞ্জয়ী হিসাবে। সেই সঙ্গে পথ দেখিয়েছেন বিশ্বের হাজারো তরুণকে। শিখিয়েছেন লড়াইয়ে জেতার আসল মন্ত্র।
Discussion about this post