খেলাধূলা ডেস্ক
লিওনেল মেসির গোল এবং তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে ইন্টার মিয়ামি। ফ্লোরিয়ার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা ৪-০ গোলে হারিয়েছে শার্লট এফসিকে।
ম্যাচের ১২তম মিনিটেই গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। গত তিন ম্যাচে মেসি থাকার পরও দ্বিতীয়বারের মত পেনাল্টি শট নেন জোসেফ মার্টিনেজ এবং তার শট জালও খুঁজে নিলো।
খেলার বয়স আধাঘণ্টা পার হওয়ার পরই (৩২তম মিনিটে) দ্বিতীয়বারের মত মিয়ামিকে এগিয়ে দেন রবার্ট টেলর। শার্লট এফসির কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে বল এগিয়ে দেন ডিআন্দ্রে ইয়েলডিন। তার বল খুব সহজেই পেয়ে যান টেলর এবং আলতো শটে তিনি বল জড়িয়ে দেন শার্লটের জালে।
ম্যাচের ৭৮ মিনিটে মায়ামিকে আত্মঘাতী গোল উপহার দেয় শার্লট। আজ মায়ামির খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাকে হতাশ হয়ে ফিরতে দেননি মেসি। ৮৬ মিনিটে বক্সের ভেতর লেওনার্দো কাম্পানার ক্রসে প্রথম স্পর্শেই জালের ঠিকানা পেয়ে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঠুকে দেন শার্লটের কফিনে শেষ পেরেক।
দারুণ জয়ের পর ফাইনালে উঠার লড়াইয়ে আগামী ১৫ আগস্ট সেমিফাইনালে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।
Discussion about this post