ক্রীড়া ডেস্ক
নিজের পছন্দের ক্রিকেটার বাছাই করা এক বিষয়। আর একাধিক সর্বকালের সেরা ক্রিকেটারের মধ্য থেকে একজনকে এগিয়ে রাখা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যখন তালিকায় থাকেন ব্রায়ান লারা, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, শচীন টেন্ডুলকারের মতো তারকা ব্যাটসম্যান, তখন তাদের মধ্যে কাউকে সেরা বাছাই নিঃসন্দেহে কঠিন কাজ।
সেটিই করতে বলা হয়েছিল পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকে। তিনি শুধু সরাসরি জবাবই দেননি, বরং রীতিমতো রেটিং করে জানিয়েছেন পাঁচ ক্রিকেটারের তালিকায় ক্রমানুসারে কে কোন জায়গায় থাকবেন।
টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি।
এক অনুরাগী ওই পাঁচ ক্রিকেটারের তালিকা পাক ব্যাটসম্যানের সামনে ঝুলিয়ে জানতে চান তাদের মধ্যে এক নম্বর কে? তালিকায় পর্যায়ক্রমে নাম ছিল পন্টিং, সাঙ্গাকারা, লারা, ক্যালিস ও টেন্ডুলকারের।
জবাবে এক সময়ের পাকিস্তানি রানমেশিন লেখেন, টেন্ডুলকার এক নম্বর, লারা দুই নম্বর, পন্টিং তিন নম্বর। পরের দুটি জায়গায় যথাক্রমে থাকবেন ক্যালিস ও সাঙ্গা।
পরে আরেক অনুরাগী ইউসুফকে প্রশ্ন করেন, আপনার প্রিয় ক্রিকেটার কে? উত্তরে তিনি যার নাম নিয়েছেন, তা পাক সমর্থকদের খুশি নাও করতে পারে। উনিও কোনো পাকিস্তানি ক্রিকেটার নন। ইউসুফ স্পষ্ট ভাষায় বলেন, আমার প্রিয় ক্রিকেটার টেন্ডুলকার। সঙ্গে লারার নামও উচ্চারণ করেন তিনি। অর্থাৎ, তার প্রিয় দুই ব্যাটসম্যান হলেন শচীন ও লারা।
পাকিস্তানের হয়ে ৯০ টেস্ট ও ২৮৮ ওয়ানডে খেলেন ইউসুফ। টেস্টে ৭৫৩০ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৯৭২০ রান।
Discussion about this post