খেলাধূলা ডেস্ক
মেসি ও ডি ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরার পুরস্কার পেলেন আর্লিং হালান্ড। ফ্রান্সের মোনাকোয় বৃহস্পতিবার (৩১ আগষ্ট) চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের খেলোয়াড় ও কোচদের নাম ঘোষণা করা হয়।
ম্যান সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখা হালান্ড ও তার ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা ছিলেন এ পুরস্কার জেতার দাবিদার।
সিটির ট্রেবল জয়ের স্বপ্নের মতো এক মৌসুমে কাটিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে করেন ৩৬ গোল। নরওয়ের এই তারকা সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আটটি। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে করেন ১২টি গোল।
এই পুরস্কারটি মূলত দেওয়া হয় মৌসুমজুড়ে ফুটবলারদের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের পারফর্ম্যান্স বিবেচনার মাধ্যমে।
Discussion about this post