খেলাধূলা ডেস্ক
মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তাণ্ডবে দিশেহারা আফগানিস্তানের বোলাররা। তাদের দুইজনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছিল বাংলাদেশের ইনিংসে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি মিরাজ ও শান্ত। ১৯৪ রানের জুটি গড়েছেন তারা। পঞ্চমবারের মতো ওয়ানডে ক্রিকেটে তৃতীয় উইকেটে ১৫০ বা এর বেশি রান দেখলো বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরির পর শান্তও তিন অঙ্ক ছুঁয়েছেন।
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা।
সঙ্গে ১৯০ বলে ১৯৪ রানের অপরাজিত জুটি গড়েছেন মিরাজ ও শান্ত। যেই জুটিতে হয়েছে বেশ কিছু রেকর্ড। তাদের ১৯৪ রানের জুটিটিই এখন এশিয়া কাপে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এত দিন ওয়ানডে এই টুর্নামেন্টে সর্বোচ্চ জুটির মালিক ছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী।
পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে তারা ১৬০ রানের জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে ১৯০ বলে ১৯৪ রানের জুটিতে নতুন রেকর্ড গড়েছেন মিরাজ-শান্ত। সেঞ্চুরি করার কিছুক্ষণ বাদে মুজিব উর রহমানকে ছক্কা হাঁকাতে গিয়ে হাতে ব্যথা পান মিরাজ।তিনি মাঠ ছেড়ে যাওয়ায় জুটিটি থেকেছে অবিচ্ছিন্ন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ৩২৬ রান। আফগানাদের বিপক্ষে লাহোরে ৫ উইকেট হারিয়ে করেছে ৩৩৪ রান।
Discussion about this post