খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে বসেছিল বাংলাদেশের। রবিবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার। সেরা চার নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই। এমন পাহাড়সম চাপের ম্যাচে অধিনায়ক সাকিব বাজি রাখলেন মিরাজের ওপরই। নাঈম শেখের সাথে ওপেনিংয়ে পাঠানো হয় অফস্পিনিং অলরাউন্ডারকে।
১১৯ বলে ৭ চার আর ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন মিরাজ। হাতে আঘাত পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে গিয়েছিলেন। তবে পরে ঠিকই দলের প্রয়োজনে বোলিং করেছেন। ৮ ওভার বল করে ৪১ রানে একটি উইকেটও নেন অফস্পিনিং এই অলরাউন্ডার।
ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওপেনিংয়ে নেমে নানন্দিক সব শটসে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। অথচ পুরো ক্যারিয়ারে বেশিরভাগই খেলেছেন ৮ নম্বর পজিশনে। কখনও কখনও সাতেও।
ব্যাটে-বলে পারফর্ম করে বাংলাদেশকে জেতানোর দিন স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে মিরাজের হাতে। এর সঙ্গে আরও একটি পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। ম্যাচে সবচেয়ে বেশি ৩টি ছক্কা হাঁকানো ব্যাটার হিসেবে পুরস্কার পেয়েছেন মিরাজ।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমার মনে হয়, টিম ম্যানেজম্যান্ট আমার ওপর বিশ্বাস রেখেছে। এটা দারুণ উইকেট ছিল, বল সহজেই ব্যাটে এসেছে। আমি শুধু লাইন বুঝে খেলতে চেষ্টা করছি। শান্তর সঙ্গে জুটিটা দারুণ ছিল।’
Discussion about this post