খেলাধূলা ডেস্ক
মেজর লিগ সকারের প্লে-অফে যেতে হলে এখন প্রতিটি ম্যাচই ইন্টার মিয়ামির জন্য বলতে গেলে নকআউট। সে চ্যালেঞ্জ তারা এখন খুব সহজেই উৎরে যাচ্ছে লিওনেল মেসির কাঁধে চড়ে। রোববার রাতেও মেসি জাদু দেখা গেলো। তার জোড়া অ্যাসিস্টে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি) রীতিমত বিধ্বস্ত হয়েছে এই আর্জেন্টাইনের কারণে। ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করে সব আলো কেড়ে নিয়েছেন মেসিই।
এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন এলএএফসি। দলে আছেন লিগের সবচেয়ে বড় তারকা কার্লোস ভেলা। মেসি আসার আগে অন্তত তাকে নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল বাকি দলগুলোর। এমন এক প্রতিপক্ষের সঙ্গে ম্যাচের আগে স্নায়ুচাপটাও ছিল বেশ চড়া। তবে মেসি যেন উড়িয়ে দিলেন সবকিছুই। মেসির জোড়া অ্যাসিস্ট আর মায়ামির দুর্দান্ত দলীয় নৈপুণ্যে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ৩-১ গোলে।
খেলার ধারার অনেকটা বিপরীতে ১৪ মিনিটে লিড নেয় মায়ামি। থমাস আভিলেসের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ফাকুন্দো ফারিয়াস। মাঠে পড়ে গেলেও আলতো টোকায় বলকে জালে জড়ান তিনি। প্রথমার্ধে অবশ্য ব্যবধান বাড়াতে পারতো মায়ামি। তবে মেসির সহজ মিসের সুবাদে লিড বাড়ানো হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজের চিরচেনা খেলায় ফিরে যান মেসি। নিচ থেকে গেইম বিল্ডআপেই মন দিয়েছেন বেশি। তাতে সাফল্যও এসেছে। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় মায়ামি। ওভারল্যাপে আসা জর্দি আলবাকে দারুণ এক পাস বাড়ান এলএমটেন। সহজ সেই পাস থেকে গোল করতে ভুল হয়নি স্প্যানিশ লেফটব্যাক আলবার।
কাউন্টার অ্যাটাকে মেসির পাস থেকে দলকে ৩-০ তে আবারও এগিয়ে দেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের শেষ মিনিটে এলএএফসির রায়ান হলিংস গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩-১ গোলে।
এই ম্যাচ শেষে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরেই থাকল ইন্টার মায়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরোন্টো।
Discussion about this post