খেলাধূলা ডেস্ক
২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।
৫ উইকেটে জিতে ব্রোঞ্জ পেলো বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অতিক্রম করে।
আগে ব্যাট করতে নেমে মারুফা-নাহিদাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে রান তুলতে গলদঘর্ম অবস্থা হয়েছে পাকিস্তান দলের। কোনো ব্যাটার ২০-এর কোটাও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান এসেছে আলিয়া রিয়াজের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সাদাফ শামাস (১৩), নাতালিয়া পারফেজ (১১) এবং অধিনায়ক নিদা দার (১৪)। হাতে ১ উইকেট রেখেও অল্প রানেই থামতে হয় তাদের।
বল হাতে ৪ ওভারে ১৬ রান খরচে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের সোমা আক্তার। সমান ওভারে ১১ রান খরচে ২ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। এর মধ্যে মারুফা ৩ ওভারে খরচ করেছেন মাত্র ২ রান।
ব্রোঞ্জ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৫ রান। হাংজুর উইকেটে এই রান তোলাও রীতিমত কষ্টকর। রান তাড়া করতে বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে। ৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ স্বাভাবিক সূচনাই করেছে। শামীমা সুলতানা ও সাথী রাণী ওপেনিং জুটিতে ২৭ রান করায় ভালো ভিত পায় বাংলাদেশ। ৩৪ রানের মধ্যে তিন উইকেট পড়লে বাংলাদেশ একটু চাপে পড়লেও। পরবর্তী ব্যাটসম্যানরা ধারাবাহিক রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছান।
Discussion about this post