খেলাধূলা ডেস্ক
সৌদি আরবীয় ফুটবলে সেরা ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের দশম গোল করলেন তিনি। তার গোলে আল নাসর সৌদি প্রো লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতলো। শুক্রবার আল তাইকে তারা হারিয়েছে ২-১ গোলে।
এ ম্যাচে রোনালদো গোল করেছেন এবং করিয়েছেন। তবে তাঁকে নিয়ে বেশি আলোচনা তালিসকার গোলটিতে অসাধারণ এক অ্যাসিস্টের জন্য। অ্যাসিস্টটিতে যে সবার মন ভরিয়ে দিয়েছেন রোনালদো।
তা’য়ির মাঠে আল নাসর আজ শুরুটা করেছে দারুণ। একের পর এক আক্রমণে স্বাগতিক দলের রক্ষণ করে দিয়েছে এলোমেলো। ম্যাচের শুরুর দিকেই রোনালদোর দুর্দান্ত একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তা’য়ির গোলকিপার। এ ছাড়া রোনালদোও খুব কাছ থেকে পাওয়া একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।
৩২ মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসকা। সেই গোলটির জন্য রোনালদোকে ধন্যবাদ দিতেই হবে! কারণ গোলটিতে রোনালদো অ্যাসিস্ট করেছেন অসাধারণ এক বাই-সাইকেল কিকে। সৌদি প্রো লিগে এ মৌসুমে এটা রোনালদোর পঞ্চম অ্যাসিস্ট।
কিছুক্ষণ পর তালিসকার সৌজন্যে গোল করার সুযোগ পান রোনালদো। আনমার্কড ছিলেন তিনি। কিন্তু তার শটে জোর ছিল না, ভিক্টর ব্রাগা সহজে সেভ করেন।
বিরতির ছয় মিনিট আগে সুযোগ পেয়েছিলেন। যদিও সহজ ছিল না। মার্সেলো ব্রোজোভিচ আল তাইর বক্সে বল বাড়ান। ছয় গজ দূরে ডানকোণা থেকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হাফ ভলি পোস্টের পাশ দিয়ে যায়। বিরতির আগে তালিসকাকে দিয়ে আবার জাল কাঁপান রোনালদো, অফসাইড তাদের হতাশ করে।
৬৩ মিনিটে রোনালদো দলের দ্বিতীয় গোল করতে বসেছিলেন। কিন্তু ব্রাগা দারুণ সেভে তার হেড ব্যর্থ করে দেন। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে আল তাই গোল করে। ভার্জিল মিসজিদান গোল শোধ দেন।
ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচ। রোনালদো আসেন ত্রাতা হয়ে। তিন মিনিট বাকি থাকতে আনসেলমো তালিসকার হেড হাত দিয়ে ঠেকালে পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
সৌদি প্রো লিগে এ মৌসুমে এটা ৭ ম্যাচে তাঁর ১০ নম্বর গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল।
এই জয়ের পর ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসর। আজ আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করা আল ইত্তিহাদ সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল তা’য়ি।
Discussion about this post