ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর শুরু হচ্ছে। একক দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে ভারতীয়রা।এই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে টাইগাররা।
সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১০টি দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি নয়টি দলের বিপক্ষে খেলবে তারা।
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। শেষ মুহূর্তে চোট নিয়ে শঙ্কা ও ফিটনেস ইস্যুতে তিনি বাদ পড়েন বলে জানান নির্বাচকরা। চোটের কারণে আগেই ছিটকে যান পেসার ইবাদত হোসেন।
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
তারিখ বার ম্যাচ সময় ভেন্যু
৭ অক্টোবর শনিবার বাংলাদেশ-আফগানিস্তান সকাল ১১টা ধর্মশালা
১০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সকাল ১১টা ধর্মশালা
১৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড দুপুর ২টা ৩০ মিনিট চেন্নাই
১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দুপুর ২টা ৩০ মিনিট পুনে
২৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা ৩০ মিনিট মুম্বাই
২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৩১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৬ নভেম্বর সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ২টা ৩০ মিনিট দিল্লি
১১ নভেম্বর শনিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সকাল ১১টা পুনে
Discussion about this post