ক্রীড়া ডেস্ক
পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজমের উত্থান অবাক করেছে টম মুডিকে। যতই বাবরের ব্যাটিং দেখেন, ততই নাকি মুগ্ধ হন এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বাবরকে মুডির এতই পছন্দ যে দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চেয়ে বাবরেই এগিয়ে রাখছেন মুডি। তাঁর বিশ্বাস, আগামী এক দশকে বাবর হয়ে উঠবেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন।
সম্প্রতি সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপের সঙ্গে ক্রিকেট আড্ডায় মুডি বলেন, ‘গত এক বছরে বাবর বিশেষ কিছুতে পরিণত হয়েছে। আমরা বিরাট কোহলির কথা বলি, যখন ব্যাটিং সৌন্দর্যের কথা আসে। যদি আমরা মনে করি কোহলির ব্যাটিং চোখের শান্তি, তাহলে বাবরের ব্যাটিং দেখতে পারেন। ও কিন্তু বিশেষ কিছু। আগামী ৫-১০ বছরে বাবর সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকবেন, এতে কোন সন্দেহ নেই।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বাবর শুরু থেকেই উপমহাদেশের মাটিতে দারুণ সফল। বিদেশের মাটিতে বাবরের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন বাবর। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপেও ২৫ বছর বয়সী বাবরের ব্যাট হেসেছে। তবে মুডি মনে করেন, বড় ব্যাটসম্যানদের কাতারে যেতে হলে বিদেশের মাটিতে নিয়মিত ভালো খেলতে হবে বাবরকে।
এই কোচ বলেন, ‘সে সামনে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবে। সে মাত্র ২৬টি টেস্ট খেলেছে। অর্ধেক ম্যাচে তাঁকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়নি। মিডল অর্ডারে খেলানো হয়েছে। দেশের বাইরে বেশি ম্যাচও খেলা হয়নি বাবরের।’
গত এক দেড় বছরের পারফরম্যান্সে বাবর জায়গা করে নিয়েছেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। স্টিভ স্মিথ, বিরাট কোহলি, মারনাস লাবুশেন ও কেন উইলিয়ামসনের পরই বাবরের অবস্থান।
Discussion about this post