খেলাধূলা ডেস্ক
এক ম্যাচেই বিশ্বকাপের রেকর্ড বই ওলটপালট করে ফেলেছে প্রোটিয়ারা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান দলীয় সংগ্রহ ৪২৮ রান করে ইতিহাস গড়ে তারা। এত বিশাল রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের রানের পাহাড়ে রীতিমত চাপা পড়ে যায় লঙ্কানরা।
ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে রানবন্যা হবে এমন কথা আগেই বলা হয়েছিল। প্রস্তুতি ম্যাচ থেকেই মিলেছিল আভাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংটাও ছিল ঝড়ের লক্ষণ। তবে আজ দক্ষিণ আফ্রিকা যা করলো, তাকে এককথায় তাণ্ডবই বলা চায়। লঙ্কানদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫৮ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় প্রোটিয়া ব্যাটাররা। যা বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
দিল্লিতে ব্যাটারদের রাজত্বের দিনে ম্যাচসেরা নির্বাচন করা কিছুটা কষ্টসাধ্য বটে। তবে দিনশেষে লঙ্কানদের ওপর তাণ্ডব চালানো মার্করামই ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ শেষে জানালেন নিজের সুখানুভূতির কথাও।
তিন উইকেট পড়ে গেলেও খেই হারায়নি দক্ষিণ আফ্রিকা। এরপর মার্করামের ব্যাটে তাণ্ডব। ৫৪ বলে ১৪ চার আর ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে দিয়ে যান এই ব্যাটার। লঙ্কান বোলার মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন মার্করাম, ৪৯ বলেই। ১৪ চার আর ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মার্করাম। বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। ভাঙেন ১২ বছর ধরে টিকে থাকা কেভিন ও’ব্রায়েনের রেকর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির পর ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী মারক্রাম। এর আগে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়েন। তার ৬৩ বলে ১২৩ রানের ইনিংসে ৩২৮ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।
ও’ব্রায়েনের চেয়ে এক বল বেশি খেলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ বলে ১০২ রান করেন এই অজি ব্যাটার। একই বিশ্বকাপে, একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচেই দ্রুততম দেড়শ রানের (৬৪) রেকর্ড গড়েন তিনি। অপরাজিত থাকেন ৬৬ বলে ১৬২ রানে।
২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান। ৭১ বলে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। যা এখনো ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
Discussion about this post