ক্রীড়া ডেস্ক
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে স্থগিত সবধরণের খেলাধুলা। মাঠে খেলা না থাকায় ক্রীড়াবিদরা পড়েছেন বেশ ভালো আর্থিক সংকটে। এমন পরিস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের সাহায্য করতে যাচ্ছে। প্রাথমিকভাবে মোট ২৭ ফেডারেশনের ১০০০ জন ক্রীড়াবিদ পাচ্ছেন সরকারি এই সাহায্য। পর্যায়ক্রমে দেশব্যাপী করোনায় ক্ষতিগ্রস্থ খেলোয়ারেরাও পাবেন এই আর্থিক সাহায্য।
অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর ব্যাপারটি মঙ্গলবার ( ৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সভায় চূড়ান্ত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এটি এই ইস্যুতে দ্বিতীয় সভা।
সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান খান রাসেল বলেন, ‘এই দুর্যোগে সকল মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়। ভাইরাসটি এমন সময় আক্রমণ করেছে যখন সব ধরণের খেলাই চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা, যেগুলো খেলোয়াড়দের আয়ের একটা বড় উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছে।’
মানবিক সাহায্য কার্যক্রমের অংশ হিসেবে ১০০০ জন ক্রীড়াবিদকে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়ার চিন্তাভাবনা করছেন বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
Discussion about this post