শিক্ষার আলো ডেস্ক
আবারও অঘটন ঘটালো আফগানিস্তান । গেলবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর চমক শেষ হতে না হতেই আরেক সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে রেকর্ড গড়লো আফগানরা। সত্যিই অবিশ্বাস্য!
চেন্নাইয়ে সোমবার পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয় ৮ উইকেটে। ২৮৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা ৬ বল হাতে রেখে।
ওয়ানডেতে আফগানদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ২০১৪ সালে।
বাবর আজম, আব্দুলাহ শফিকের হাফ সেঞ্চুরির পর ইফতিখার আহমেদ ও শাদাব খানের ক্যামিও ইনিংসে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে পাকিস্তান। স্পিনাররা সব মিলিয়ে ৩৮ ওভার করে তাদের রানের লাগাম টেনে ধরে আফগানিস্তান। কিন্তু ব্যাটিংয়ে জাদু দেখিয়ে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী পেস আক্রমণ নিয়ে ছেলেখেলা করবে, তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি কেউ। নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জিতলো তারা। ওয়ানডেতে সাতবারের দেখায় প্রথমবার পাকিস্তানকে হারের স্বাদ দিলো আফগানিস্তান। গত দুই আসরে মাত্র একটি ম্যাচ জেতা দলটি এবার তিন ম্যাচের মধ্যে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের হারালো।
রান তাড়া করতে গিয়ে প্রতি ওভারেই রান রেট ঠিক রেখে এগোতে থাকেন দুই আফগান ওপেনার। ১৫তম ওভারে ইব্রাহিম ফিফটি করেন, পরের ওভারে গুরবাজ। ওয়ানডেতে চতুর্থবার তাদের জুটি একশ ছাড়ায়। এই প্রথমবার বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের দুই ওপেনার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন।
প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে ১০ রান নেন আফগান দুই ওপেনার।পাকিস্তানি বোলারদের তুলোধুনো করতে থাকেন দুই ওপেনার। পাওয়ারপ্লের প্রথম দশ ওভারেই কোন উইকেট না হারিয়ে ৬০ রান তোলে আফগানরা। বিশ্বকাপ ইতিহাসে তখন পর্যন্ত এটিই ছিল পাওয়ার-প্লেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান।
শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, উসামা মিরদের কেউই কোন সুবিধা করতে পারছিলেন দুই আফগান ওপেনারের সামনে। দুর্দান্ত ব্যাটিং করে একের পর একে চার ও ছক্কা আদায় করে নিচ্ছিলেন এই দুই ওপেনার।ম্যাচের ১৬তম ওভারেই দলের শতরান পূরণ করেন দুই ওপেনার। গুরবাজ ও জাদরান ওয়ানডেতে এই নিয়ে চতুর্থবার শতরানের জুটি গড়লো।
১৯০ রানে দুই উইকেট হারালেও খেই হারায়নি আফগানরা। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউললাহ শহিদি। রহমত শাহ ৭৭ রান ও হাশমতউলাহ ৪৮ রানে অপরাজিত থাকেন।
Discussion about this post