খেলাধূলা ডেস্ক
আজ ( ৫ নভেম্বর ) ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন।ভক্তদের কাছে কিং কোহলি নামে পরিচিত।
আজকে কিং কোহলি ভক্তদের হতাশ করেননি,,জন্মদিনের উপহার হিসেবে ভক্তদের নিজের ক্যারিয়ারের ৪৯ তম সেঞ্চুরি উপহার দিলেন।
কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, ৫ নভেম্বর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির জন্মদিন। ফলে আজকের দিনটাকে সুপার সানডে বললেও কম বলা হবে। ৩৫ তম জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি।
৩৫ তম জন্মদিনে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে খেললেন অনবদ্য ইনিংস। বিশ্ব জুড়ে কোটি কোটি ফ্যানেরা জন্মদিনে তাকে যে শুভেচ্ছা জানিয়েছেন তার রিটার্ন গিফট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজের জন্মদিনে তোলে নিলেন ক্যারিয়ারের ৪৯ তম সেঞ্চুরি ।পাশাপাশি ৪৯ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শচীন তেন্ডুলকর রেকর্ডের পাশে ভাগ বসালেন বিরাট কোহলি।সেঞ্চুরি করার পরে শচীন তেন্ডুলকর বিরাট কোহলি কে অভিনন্দন জানিয়েছেন।
বিরাট কোহলি জন্মগ্রহণ করেন(৫ নভেম্বর ১৯৮৮) । একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। আজকে সেঞ্চুরি করার মাধ্যমে আরেকটি রেকর্ড এর জন্ম দিলেন।
Discussion about this post