শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টের টিকিট পেতে সাকিব আল হাসানদের শীর্ষ আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে। এখন তারা ৯ নম্বরে। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে আসারও মিশন তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে এই ম্যাচের গুরুত্ব ছিল ভীষণ। শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে তাদের টপকে পয়েন্ট টেবিলের সাতে উঠেছে সাকিব বাহিনী। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কান দল। বাংলাদেশ ২৮০ রানের লক্ষ্য ৭ উইকেট হারিয়ে ৪১.১ ওভারেই টপকে গেছে। তাতে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সফল রান তাড়ায় ম্যাচ জেতার নজির গড়েছে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টেই বড় জুটি দেখা যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপটা দূর হয়েছে। টুর্নামেন্টের প্রথম শতরান ছাড়ানো জুটি উপহার দিয়েছেন শান্ত-সাকিব। তারা লঙ্কানদের বিপক্ষে উপহার দিয়েছেন রেকর্ড ১৬৯ রানের জুটি। তৃতীয় উইকেটের এই জুটি ভেঙেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাও আবার ঝড়ো গতিতে খেলতে থাকা সাকিবকে ফিরিয়ে।
সাকিব সেঞ্চুরির কাছাকাছি গেলেও ৬৫ বলে ক্যাচ আউট হয়েছেন ৮২ রানে। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২ ছয়ের মার।
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা তানজিম সাকিব। ৮০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। শরিফুল ৫২ রানে নিয়েছেন দুই উইকেট। সাকিব আল হাসানেরও ৫৭ রানে শিকার দুটি। ৪৯ রানে একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post